বদলগাছীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁর বদলগাছীতে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা পরিষদ ডাকবাংলোতে উপজেলা আওয়ামীলীগ সহ তাঁর অঙ্গ সংগঠন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃত্তিতে পুষ্প মাল্য প্রদান করে ১ মিনিট নিরাবতা পালন করেন।

আরো পড়ুন:
অভয়নগরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
বেড়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা আওয়ামীলীগের বদলগাছী শাখার সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, সহ-সভাপতি সখিনা সিদ্দিকী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, প্রকাশনা সম্পাদক এস.এম তৌফিক মান্নান পলাশসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কমীরা। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন ও অনুদানের আর্থ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগষ্ট ০৮,২০২২ at ১৮:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সারগা/শই