সিলেটের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছে যশোর নাগরিক সংঘ

শুক্রবার সিলেটের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছে যশোর নাগরিক সংঘ (যনাস)। এদিন সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয় ব্রাদার টিটো’স হোম স্কুল চত্বর থেকে ত্রাণ নিয়ে যাত্রা শুরু হবে। পরদিন শনিবার যনাস-ভলান্টিয়ার্স টিম এসব ত্রাণ সামগ্রি বিতরণ করবে।

আরও পড়ুন:
বন্ধ হয়ে যাচ্ছে গুগলের জনপ্রিয় একটি সেবা
পানি পানের সময় যে ৫টি ভুল করবেন না!

চলতি জুন মাসের ২৩ তারিখে শহরের ভৈরব চত্বর থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করে যনাস। ত্রাণ তহবিল গঠনের জন্য প্রচার কার্যক্রম চালানো হয়। সংগঠনটির আহবানে যশোরের বিভিন্ন স্তরের মানুষজন সিলেটের বানভাসীদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। তাদের সহায়তায় গঠিত তহবিলের অর্থে ত্রাণ নিয়ে সিলেট যাচ্ছে যনাস। বানভাসী মানুষদের জন্য এসব ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ, শুকনা-ঝাল, খাবার স্যালাইন ও ওষুধ।

জুলাই ০১ ,২০২২ at ১৪:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আক/জআ