যশোর জেলা মহিলালীগে পদ না পেয়ে পদবঞ্চিতদের মানববন্ধন

যশোর জেলা মহিলালীগে পদ না পেয়ে মহিলা আওয়ামী লীগের পদবঞ্চিতরা এবার মানববন্ধনে তাদের দাবি পুরনের আহবানে সংগঠনটির কাঙ্খিত পদ না পাওয়া কিংবা পদ বঞ্চিতরা সোমবার (১৩ জুন) দুপুরে এক মানবন্ধনের আয়োজন করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে তারা প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে একই দাবি করেন। মানববন্ধনের নেতৃত্ব দেন নাসিমা সুলতানা মহুয়া।

আরো পড়ুন:
একশ টাকা নিয়ে কথা কাটাকাটি, স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
ফেসবুকে ধর্মনিয়ে উস্কানিমূলক পোস্ট: সিলেট থেকে যুবক আটক

তিনি বলেন, মোটা অংকের টাকায় বিনিময়ে, যোগ্য,ত্যাগীদের বাদ দিয়ে, রাজনীতির সাথে নুন্যতম সম্পর্ক নেই, কাজের মহিলা, গাড়ী চালকের স্ত্রীকে এমন ব্যাক্তিদের এই কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে। কেন্দ্রীয় নেত্রীদের ভুল বুঝিয়ে কমিটির তারা এটা করেছেন। তারা বর্তমান কমিটি অবিলম্বে কমিটিতে ব্যাপক রদবদলের মাধ্যমে যোগ্য ও ত্যাগীদের অর্ন্তভূক্ত করার জোর দাবি জানান।

এসময় নির্বাহী সদস্য শিমু চেীধুরী, শাহিদা বেগম, রোকেয়া আক্তার, রোকসানা আরা ডলি, ফজিলা বেগমসহ শতশত মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন।

জুন ১৩,২০২২ at ১৭:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শজ/জআ