প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের সনদ ও চেক বিতরণ অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (৮ জুন) বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধিনে ৫ দিন সফট স্কিলস প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।

এ উপলক্ষে এদিন দুপুরে পরিষদ হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভিপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এককালীন অনুদানের চেক বিতরণের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।

এ সময় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, মহিলা ভাইসচেয়ারম্যান শেফালি বেগম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ।

এছাড়াও বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়ের প্রশিক্ষণার্থী, সরকারি কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুচি, নাপিত, মালি, বাঁশের তৈরী জিনিষের কারিগরসহ পিছিয়েপড়া বিভিন্ন শ্রেণিপেশার ১৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রত্যেকক ১৮ হাজার টাকা করে মোট ২৭ লক্ষ টাকা দেয়া হয়। অনু্ষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।

জুন ০৮,২০২২ at ২০:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/রারি