গোপালগঞ্জে নিয়োগ পরিক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জে গত ৩ই জুন অনুষ্ঠিত প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় অনিয়ম ও দূর্নীতি হয়েছে দাবী করে ওই পুরিক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন করেছে নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনকারী পরিক্ষার্থীরাু।

আজ বুধবার (৮ই জুন) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দুইশত নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনকারী পরিক্ষার্থী ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি জমা দেয় তারা।

মানববন্ধনে মিহির বালা, অঞ্জুলতা সিকদার, ঝুমা মল্লিক, তন্ময় রায়, জাবেদসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আমরা সবাই পরিক্ষা দিয়েছি। পরিক্ষার হলে অন্য পরিক্ষার্থীরা মোবাইল নিয়ে ঢুকছে। তাদের মোবাইলে এসএমএস মাধ্যমে পরিক্ষার উত্তরপত্র বাইরে থেকে পাঠিয়ে দেয় একটি মহল। সেই উত্তর পত্র দেখে তারা পরিক্ষা দেয়।

আমরা কক্ষ পরিদর্শক স্যারকে বলেছি কিন্তু স্যাররা আমাদের কথা না শুনে তাদেরকে অবৈধভাবে পরিক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে। তাই এই অনিয়ম দূর্নীতির পরীক্ষা আমরা মানি না। এটি বন্ধকরে পুনরায় আবার নিয়োগ পরিক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাই।

জুন ০৮,২০২২ at ১৮:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দুবি/রারি