অবৈধভাবে ধান মজুত করায় ঝিকরগাছায় তিন ব্যবসায়ীকে জরিমানা

বিনা লাইসেন্সে ব্যবসা ও অবৈধভাবে ধান মজুত করায় ঝিকরগাছায় তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার এই আদালত পরিচালনা করে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান।

তিনি জানান, লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ধান মজুদের জন্য গদখালীর বাবু ট্রেডার্স কে দশ হাজার টাকা, সরদার ট্রেডার্সকে তিন হাজার ও আব্দুর রবকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদেরকে সাত দিনের সময় দেওয়া হয়েছে লাইসেন্স করে মজুদ এর সীমা নির্ধারন করে নিতে। এই সাত দিন পরে তাদের মজুদকৃত ধান বাজারে ছেড়ে দিতে হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, ভবিষ্যতে বেশি মূল্যের আশায় কিছু ব্যবসায়ী প্রচুর খাদ্য মজুদ শুরু করেছেন ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এসব অবৈধ মজুতদারদের নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত থাকবে।

জুন ০৫,২০২২ at ২০:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআ/রারি