ই-জিপি‘র উপর এলজিইডি যশোরে ডিআইএমএপিপিপি‘র আওতায় দিনব্যাপী কর্মশলা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোরে তিন জেলার জেলা পরিষদের প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও মেয়রদের নিয়ে ই-জিপি‘র উপর যশোর এলজিইডি ভবনের
কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে ডিআইএমএপিপিপি‘র আওতায় দিনব্যাপী কর্মশলা অনুষ্ঠিত। ছবি: দেশ দর্পণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোরে ইলেকট্রনিক গর্ভমেন্ট প্র্রোকিউরিমেন্টের (ই-জিপি) উপর যশোর অঞ্চলের তিন জেলার জেলা পরিষদের প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৩৬জন জনপ্রতিনিধিকে নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) যশোর এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে ডিজিটাইজিং ইমপ্লিমেন্টসন মনিটরিং এন্ড পাবলিক প্রোকিউরমেন্ট প্রজেক্টের (ডিআইএমএপিপিপি) আওতায় এ কর্মশলা অনুষ্ঠিত হয়।

এলজিইডি‘র যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এজাজ মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি‘র খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মুজাক্কা জাহের।

প্রশিক্ষণ সমন্বয়কারী এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. আনিছুজ্জামানের ব্যবস্থাপনায় ওয়ার্কশপে যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলার জেলা পরিষদের প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও পৌরসভার মেয়রগণ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এলজিইডি‘র প্রধান কার্যালয়ের ডিআইএমএপিপিপি প্রকল্পের প্রোকিউরিমেন্ট শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, একই শাখার নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী। এসময় উপস্থিত ছিলেন, এলজিইডি‘র প্রধান কার্যালয়ের ডিআইএমএপিপিপি প্রকল্পের রিজিওনাল কোর্ডিনেটর মো. উজ্জ্বল হোসেন।

কর্মশলায় ইলেকট্রনিক গর্ভমেন্ট প্রকিউরিমেন্টের (ই-জিপি) উপর বিষাদ আলোচনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করা হয়।

আরো পড়ুন:
বেনাপোলে ৩ পিচ সোনার বারসহ দুই পাসপোর্ট যাত্রী আটক
সিলেটের এমসি কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

সকাল দশটা থেকে দিনব্যাপী একদিনের এই কর্মশলা অনুষ্ঠানে প্রধান অতিথি এলজিইডি‘র খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মুজাক্কা জাহের ইলেকট্রনিক গর্ভমেন্ট প্রকিউরিমেন্টসহ (ই-জিপি) বিভিন্ন প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ বর্তমান উন্নয়নের রোল মডেল হয়েছে। এদেশ আগামী ২০৪০ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে রূপান্তরিত হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়া, এলজিইডি‘র যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এজাজ মোর্শেদ চৌধুরী ও এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. আনিছুজ্জামানও বিভিন্ন দিক নির্দেশনামুলক মতামত ব্যক্ত করেন। এসময় ওয়ার্কশপে আগত অতিথিরাও বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন।

মে ২৫,২০২২ at ২০:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আক/জআ