ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে হাজী সুমনকে যশোর জেলা যুবলীগের সম্পাদক পদ দেয়ার আহবান

শুক্রবার শহরের টাউন হল ময়দানে অসহায় দুঃস্থ ১৫শ নারী-পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতা যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর যশোর
সীমান্ত বাস মালিক সমিতির সভাপতি আলমগীর কবীর সুমন।

যশোর জেলা যুবলীগের ব্যানারে অসহায় দুঃস্থ ও শ্রমিক শ্রেণির ১৫শ নারী-পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার শহরের টাউন হল ময়দানে এ বিতরণ কার্যক্রম করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম করেন যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর যশোর সীমান্ত বাস মালিক সমিতির সভাপতি আলমগীর কবীর সুমন @ হাজী সুমন।

যশোর জেলা যুবলীগের অন্যতম সদস্য ইয়াকুব আলীর সভাপতিত্বে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান, যশোর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হেলালুল ইসলাম হেলাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস, নতুনহাট পাবলিক কলেজের প্রিন্সিপাল মোয়াজ্জেন হোসেন, যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম জানু, পৌরসভার ৬ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক মোকারম হোসেন লাভলু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ও আব্দুর রহমান মৃধা, যবিপ্রবি ছাত্রলীগ নেতা অন্তর দে শুভ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর সরব উপস্থিতি ছিল।

উপস্থিতিদের মধ্যে নেতৃত্ব পর্যায়ে বক্তব্য রাখেন অনেকেই। এসময় বক্তরা বলেন, করোনাকালীন সময়সহ বিভিন্ন সময়ে কাউন্সিলর হাজী আলমগীর কবীর সুমন দুস্থ অসহায়সহ যশোরবাসীর বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়ান। সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন। হাজী সুমন মানবিক যুবলীগের আইডল। এসময় যশোর জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদ হাজী সুমনকে দেয়ার জন্য বক্তাগণ কেন্দ্রীয় যুবলীগ নেতাদের প্রতি আহবানও জানান।

সার্বিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যশোর জেলা যুবলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম টপি।