আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের পাকা ঘর পাচ্ছে ৩২ গৃহহীন পরিবার

ন‌ওগাঁর আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পাকা ঘর পাচ্ছে ৩২টি ভূমিহীন-গৃহহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের বরাদ্দে নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন।

আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলায় ১ম পর্যায়ে ১৭৫ টি, ২য় পর্যায়ে ১০টি, ঘর হস্তান্তর করা হয়েছিল। তৃতীয় পর্যায়ের উপজেলা মনিয়ারী ইউনিয়নে ৩২ টি ঘরের চাবি ও হস্তান্তরসহ প্রত্যেক ঈদ উপহার প্রদান করা হয়।

আরো পড়ুন :
লাইলাতুল কদর পাপ মুক্তির রাত
সকালে ফেরিঘাটে চাপ কম

এ সময় সভা কক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. অনিক ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মমতাজ বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গৃহহীন ও অসহায় ৩২ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিয়ারী ইউনিয়নের কয়ড়া আশ্রয় প্রকল্পো পরিদর্শন করেন।

এপ্রিল ২৬,২০২২ at ১৩:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কার/রারি