রুপা থেকে বেরিয়ে এল রুপা ও টাকা

ঠাকুরগাঁওয়ে রুপা এন্টারপ্রাইজ কোচে অভিযান চালিয়ে ১৭ কেজি ৬শত ৩৪গ্রাম রুপা ও ৮ লক্ষ ১৫ হাজার টাকাসহ মো. মিজানুর রহমানকে আটক করেছেনে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানন, সোমবার রাত পনে দশটার সময় ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও রোড থেকে ঢাকার উদ্দেশ্যে যাবার সময় শহরের চেকপোষ্ট গুলি জোরদার করা হয় এবং এক পর্যায়ে শহর চৌরাস্তায় আসলে গাড়ি আটক করে তল্লাশি চালালে একপর্যায়ে একটি কাপরের বেগে ১৭ কেজি ৬শত ৩৪ গ্রাম রুপা এবং ৮ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরো পড়ুন :
পাকিস্তানে মন্ত্রিসভা গঠনে নাটকীয়তা
কাবুলের স্কুলে পরপর ৩ বিস্ফোরণ

এসময় মানিকগঞ্জের শিংগইর পৌরসভার, সরকা পাড়া এলাকার, মো. মহিবুর রহমানের ছেলে মো. মিজানুর রহমানকে আটক করেন ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

ওসি তানভিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিঙ্গাসাবাদে মিজানুর রহমান অবৈধভাবে টাকা ও রুপা নিয়ে ঢাকায় যাওয়ার কথা শিকার করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এপ্রিল ১৯.২০২১ at ১৫:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/রারি