বিএসপির সাহিত্য সভা ও পুরস্কার প্রদান

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে ২১২তম মাসিক সাহিত্য সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মো. মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট কবি ড. শাহনাজ পারভীন, মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান।

সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।

বিএসপির সহ-সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা চাঁপার পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, আমির হোসেন মিলন, রবিউল ইসলাম সজল, মোস্তাফিজুর রহমান, রাজপথিক, কাজী নূর, রউফ আরিফ, অধ্যাপক সুরাইয়া শরীফ, জাহিদুল যাদু, অ্যাড. মাহমুদা খানম, রেজাউল করিম রোমেল, সীমান্ত বসু, মহব্বত আলী মন্টু, এএফএম মোমিন যশোরী, মো. নজরুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন :
বাম নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরস্কার পেল কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এসময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গারামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, কলারোয়া কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম।

এছাড়া পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ‘ক’ বিভাগের প্রথম স্থান অধিকারী নওশীন নাওয়াল প্রাপ্তি, দ্বিতীয় স্থান অধিকারী আলিশা তাবাসসুম তৃতীয় স্থান অধিকারী সুজানা হাবিব, ‘খ’ বিভাগের প্রথম স্থান অধিকারী, সোনাম সানজানা, তৃতীয় স্থান অধিকারী হৃদিতা বিশ্বাস ভূমি, ‘গ’ বিভাগের প্রথম স্থান অধিকারী স্বাগতা বিশ্বাস প্রথা, তৃতীয় স্থান অধিকারী শেখ সামিয়া ইমরানা দিশা। অনুষ্ঠানে বিদ্রোহী সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি রবিউল হাসনাত সজলের জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এপ্রিল ০১.২০২১ at ১৫:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শজ/রারি