দৌলতদিহি পারফেক্ট একাডেমী কেয়ারে আলোচনা সভা, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মিন্টু

যশোরের দৌলতদিহি গ্রামে পারফেক্ট একাডেমী কেয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু।

স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু ও জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক এএসএম আক্তারুজ্জামান, আব্দুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাশেম ও দৌলতদিহি মহিলা মাদ্রাসার সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম।

আরো পড়ুন :
ঝিকরগাছায় গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী নিহত
ঘোড়াঘাটে মোবাইলসহ এক যুবক আটক

বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক এম সালাউদ্দিন হোসেন, শিক্ষক মেহেরাব হোসেন, মিঠু হোসেন, মুস্তাকিন হোসেন, সাবেক ইউপি সদস্য ইনছার আলী, যুবলীগ নেতা জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল রানা।

এ সময় মেহেদী হাসান মিন্টু বলেন, ‘যে জাতি যত শিক্ষিত তারা তত বেশি উন্নত। জাতির ভবিষ্যত উজ্জ্বল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন করছেন। শিক্ষার মান বৃদ্ধি করতে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন।

সেইজন্য শিক্ষায় অসাধারণ সফলতা এসেছেন। পাশের হার ৯২ ভাগ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া এত উন্নয়ন কখনো চিন্তায় করা যায় না। তাই দেশের স্বার্থে তোমাদের সবাইকে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিতে হবে।’

এর আগে মেহেদী হাসান মিন্টু প্রধান অতিথি হিসেবে চুড়ামনকাটি ইউনিয়নের ক্ষিতিপদিয়া অগ্রণী প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করেন। প্রতিষ্ঠানের সভাপতি ডা. আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাসরিন জাহান।

মার্চ ৩১.২০২১ at ২০:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/রারি