যশোর এম এম কলেজে গণহত্যা দিবসের আলোচনা

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) মহাবিদ্যালয়ে ২৫ মার্চ ভয়াল গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকালে প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভাটি হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর যশোর অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসিম রেজা।

আরো পড়ুন :
সিরাজগঞ্জে বিড়ির কারখানায় আগুন, কোটি টাকার ক্ষতি
লালপুরে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা

অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর জিল্লুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক সাহেদ হোসেন ও প্রভাষক মাসুদুর রহমান। আলোচনা সভা শেষে ২৫ মার্চ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনষ্ঠিত হয়।

মার্চ ২৫.২০২১ at ২০:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/রারি