ক্ষেতলালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ই মার্চ) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২২ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

আরো পড়ুন :
যে কারণে বন্ধ থাকবে ই-পাসপোর্ট কার্যক্রম
চৌগাছায় বিদ্যালয়ের গাছ বিক্রির টাকা নয়ছয়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল্লাহ সরকার, ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন রতন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী মন্ডল, মোফাজ্জল হোসেন, ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক, সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার, হোটেল ব্যবসায়ী আসলাম মেলেটারি, স্যানিটারী কর্মকর্তা হারুন-অর-রশিদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা নাজমুল খাঁ, সহকারী প্রোগ্রামার খায়রূইয়ার রহমান নাহিল, যুব উন্নয়ন কর্মকর্তা মুনিরুজ্জামান খাঁন তুহিন,‌ তথ্য আপা ইমরানা হক, সাংবাদিক আজিজার রহমান, হোটেল ব্যবসায়ী আবু সাঈদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার গোলাম রব্বানী প্রমুখ।

মার্চ ১৫.২০২১ at ২১:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাইশা/রারি