যশোরে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে বীরমুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম নিহত

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ নিজ বাসার উঠানে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম। আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে মারুফ হোসেন ও ভাইপো সাজিদুল ইসলাম চয়ন জানিয়েছেন, তিনি যশোর ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান।

বর্তমানে গ্যাসসিলিন্ডারের ব্যবসা করেন। সকাল সাড়ে ৯ টার দিকে তিনি (আনোয়ারুল) গ্যাসের সিলিন্ডার বাসার উঠানে নাড়াচাঁড়া করছিরেন।

আরো পড়ুন :
রাজাপুরে বিএইচ হারুন এমপির ৬৭ তম জন্মবার্ষীকি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্টিত
কচুয়া ইউনিয়নে তৃতীয়বারের মত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন লুৎফর রহমান ধাবক

এ সময় সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে সকাল ৯ টা ৪৫ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়।

তখন জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মার্চ ০২.২০২১ at ২০:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শজ/রারি