বেনাপোলে আমদানিকৃত পণ্যের সাথে অবৈধ পণ্য, ভারতীয় ট্রাক জব্দ করলো কাস্টমস

বেনাপোলে ভারত থেকে আমদানীকৃত ডেনিম ফেব্রিক্সের আড়ালে অবৈধ পণ্য শাড়ী, থ্রিপিচ, বাংলা মদ, ফেন্সিডিল, বিদেশী সিগারেট, ওষুধ, কারেন্ট জালসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (০২ মার্চ) দুপুরে এ পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান।

বেনাপোল কাস্টমস যুগ্ন-কমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্যের সাথে অবৈধ পণ্য চালান পাচার হচ্ছে, এমন গোপন খবরে, কাস্টমস হাউজের একটি টিম বেনাপোল বন্দর এলাকা থেকে বন্ডের লাইন্সের মাধ্যমে আমদানীকৃত ডেনিম ফেব্রিক্সের ডব্লিউ বি ২৩সি-১৬১৫ নাম্বারের একটি ভারতীয় ট্রাক জব্দ করে বেনাপোল কাস্টমস হাউসে নিয়ে আসে।

 

আরো পড়ুন :
রাজাপুরে বিএইচ হারুন এমপির ৬৭ তম জন্মবার্ষীকি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্টিত
কচুয়া ইউনিয়নে তৃতীয়বারের মত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন লুৎফর রহমান ধাবক

পরে ওই ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ শাড়ী, থ্রিপিচ, বাংলা মদ, এক হাজার বোতল ফেন্সিডিল, এক হাজার পিচ শলাকা বিদেশী সিগারেট, জর্দ্দা, বাজী, ওষুধ ও কারেন্ট জালসহ ঘোষণা বহির্ভুত পণ্য সামগ্রী পাওয়া যায়।

আটককৃত পণ্যের মুল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ব্যাপারে সিএন্ডএফ লাইসেন্স বরখাস্ত করা এবং মামলা করা হবে বলে তিনি জানান।

 

মার্চ ০২.২০২১ at ২০:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমসস্ব/রারি