চৌগাছায় ৪৪ মোটরসইকেল জব্দ

যশোরের চৌগাছায় ট্রাফিক পুলিশের অভিযানে ৪৪ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রবিবার সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়, কপোতাক্ষ সেতু মোড়সহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করে যশোর ট্রাফিক পুলিশ।

যশোর ট্রাফিক পুলিশের টিএসআই মাসুদ আহমেদের নেতৃত্বে ট্রাফিক পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়। টিএসআই মাসুদ আহমেদ বলেন, মোটরসাইকেলের নিবন্ধন না থাকা, চালকের ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং মোটরসাইকেল জব্দ করে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন :
তালতলীতে অর্ধ কোটি টাকার মুদি মালামাল নিয়ে ট্রলার ডুবি
বগুড়ায় হেরোইনসহ গ্রেপ্তার-১

তিনি বলেন, যাদের মোটরসাইকেলের নিবন্ধন নেই তাঁরা নিবন্ধনের টাকা জমা দিয়ে মামলায় জরিমানার টাকা পরিশোধ করে, অন্যরা জরিমানার টাকা পরিশোধ করে থানা থেকে মোটরসাইকেল ফেরৎ নিতে পারবেন।

চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জারফিন খাতুন বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪৪ টি মোটরসাইকেল জব্দ করে থানায় সোপর্দ করেছেন।

ফেব্রুয়ারী ০৬.২০২১ at ১৯:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/রারি