পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পাবনায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পাবনায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সদর থানা আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠনটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন সদর থানা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, আ’লীগের সাধারন সম্পাদক শাজাহান মামুন, জেলা কমিউনিটি পুলিশিং’র সভাপতি শামছুল রহমান খান মানিক, ক্রিস্টাল গ্রুপের পরিচালক সেলিম হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

আরো পড়ুন :
শৈলকুপায় অসহায় ভ্যানচালক বৃদ্ধর পাশে দাড়িয়েছেন একদল যুবক
অসহায়দের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন “মানব কল্যাণ”

কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান এবং পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। ওপেন হাউজ ডে মাধ্যমে সাধারন মানুষের কাছে পুলিশের সার্ভিস পৌঁছে যাবে।

ফেব্রুয়ারী ০৬.২০২১ at ১৪:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মিতা/রারি