সিলেটে জুড়ে আম গাছে ফুটেছে আমের মুকুল

এখনও বসন্তের আগম ঘটেনি। কিন্তু সিলেট জেলার বিভিন্ন গ্রাম গঞ্জে তথা শহরে বিভিন্ন আমগাছ গুলোতে দৃষ্টি কাড়ছে মানুষের। ফুটে উঠেছে হলুদ রংঙের আমের মুকুল। চারি দিকে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত হয়ে পরবে।

রসালো ফল আম। কাঁচা অথবা পাকা তা কার না পছন্দ। আম তো পরে’ আগে আমের মুকুল। শীতকাল প্রায় শেষের দিকে। এরই মধ্যে বসন্তের আবাস। গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল।

বিশেষ করে সিলেটের বিভিন্ন বাগান এলাকা ও গ্রাম গঞ্জে চোখ কেড়ে নেয় ওই আমের মুকুল। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা-বাগানের বাংলোর পাশজুড়ে দেখা যায় রকমারি আমের গাছ। আর গাছের ডালে ডালে ফুটেছে আমের মুকুল।

আরো পড়ুন :
সিলেটে করোনা ছুঁই ছুঁই!! আরো ২ জনের মৃত্যু
কোরিয়ান কে-পপ ডায়েট কি সত্যিই ওজন কমায়?

তাছাড়া, বিভিন্ন গ্রামগুলো ঘুওে দেখা যায় কিছুদিন আগের বৃষ্টির পানি পেয়ে গাছে গাছে আমের মুকুল বেড় হতে শুরু করেছে। তবে আমের ফলন নির্ভও করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে মনে করছেন আম প্রিয়রা। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভওে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছ গুলো।

সিলেট জেলা কৃষি কর্মকর্তা জানান, গেলো দুই সপ্তাহ থেকে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। মূলত আবহাওয়া কারণে দেশীয় জাতের গাছে এই আগাম মুকুল আসা শুরু করেছে। এ সময় বিভিন্ন পোকামাকড় মুকুলের ক্ষতি করে। এ পোকা দমনে বালইনাশক স্প্রে করলে তা আক্রমণ করতে পারে না। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে খুব ভালো ফলন পাওয়া যাবে।

জানুয়ারি ২৯.২০২১ at ১৭:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আকারু/রারি