রাজশাহীতে রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষাগুলো চলমান রাখার দাবিতে রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টের রাস্তায় বসে এই প্রতীকী পরীক্ষার আয়োজন করা হয়। এসময় আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা নাহলে রাজশাহীর আঞ্চলিক শিক্ষা অফিস ঘেরাও করার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রতীকী পরীক্ষায় অংশগ্রহণকারী তাসলিমা রুম্পা নামে শিক্ষার্থী জানান, স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষাগুলো দিতে চাই। এর আগে করোনার কারণে দুই বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে শংকিত। সোহেল রানা নামে অপর এক শিক্ষার্থী বলেন, সবকিছু যেমন খোলা আছে তেমনভাবে আমাদের পরীক্ষাগুলো নেওয়া হোক।

আরো পড়ুন :
নওগাঁয় অবৈধ বিটকয়েন ক্রয়-বিক্রয় চক্রের মূল হোতাসহ আটক ২
এখানে পরিবারে কেউ মারা গেলে কেটে ফেলা হয় মহিলাদের আঙ্গুল

আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক আব্দুর রহিম জানান, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের কাছে অনুরোধ জানাচ্ছি। আমাদের স্থগিত পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে যেন নেওয়া হয়। এজন্য আমরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এরমধ্যে পরীক্ষার নতুন সময় সূচি ঘোষণা করতে হবে। তানা হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে শিক্ষার্থীরা।

জানুয়ারি ২৩.২০২১ at ১৬:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি