জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন

চলমান পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  শনিবার সকাল সাড়ে ১০টা থেকে মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোর্সের চলমান পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার দাবি জানান। এ সময় বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা। মানববন্ধন চলাকালে তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা।

আরো পড়ুন :
পানি পানে যে ৬টি আমল করতেন বিশ্বনবি
কাজিপুরে আ’লীগ নেতার উপরহা মলার প্রতিবাদে মানববন্ধন

এ সময় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা জানান, পরীক্ষাগুলো না নেওয়া হলে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো নেওয়ার জোরালো দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. জাকারিয়া, বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম, নওশাদ শেখ শফিকুল ইসলাম, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজর শিক্ষার্থী নাদিম সিনহা ও আমান উলাহ আমানসহ আরও অনেক শিক্ষার্থী বক্তব্য রাখেন।

জানুয়ারি ২২.২০২১ at ১৬:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি