মিহির ঘোষের মুক্তির দাবিতে উত্তাল গাইবান্ধা

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি মিহির ঘোষ, সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল মাস্টারসহ পার্টির নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল গাইবান্ধা।

মিহির ঘোষসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের ১নং রেল গেইট থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এসে সমাবেশ করে।

আরো পড়ুন :
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিপিবি নেতা মিহির ঘোষসহ ৬ জন কারাগারে
রাবিতে প্রায় হচ্ছে ছিনতাই, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের

এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক সমিতি’র জেলা সভাপতি সুভাষ শাহ রায় প্রমুখ।

বক্তারা বলেন, হয়রানির উদ্দেশ্যেই পার্টির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষসহ নেতাকর্মীদের নামে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়েছে। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে পার্টির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সেই সাথে, অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দেয়া না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে জানান বক্তারা।

জানুয়ারি ২০.২০২১ at ১৫:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সুকুব/রারি