গাবতলীতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড, বসতবাড়ি পুড়ে ছাই

বগুড়ার গাবতলীতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডে এক পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারের প্রায় ৬ লাখ টাকা পরিমান ক্ষতি সাধিত হয়ছে। ঘটনাটি ঘটেছে ১৮ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গাবতলী সদর ইউনিয়নের উঞ্চরকী দক্ষিনপাড়া গ্রামে।

ওই গ্রামের ক্ষতিগ্রস্থ্য আবুল কাসেম মোল্লা, ঘটনার দিন সন্ধ্যায় বাজার থেকে ভরা গ্যাস সিলিন্ডার এনে ঘরের মধ্য চুলার সাথে সংযোগ দেয়। চুলায় গ্যাস সংযোগ না পাওয়ার গৃহকর্তা আবুল হোসেন গ্যাস লিলন্ডারের ওয়ার টেষ্টার দিয়ে সচল করা চেষ্টাকালে ওয়াসার লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানায়।

আরো পড়ুন :
অভয়নগর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে নওয়াপাড়া প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
মতলব উত্তরে কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

অগ্নিকান্ডে টিনসেড দু’টি শোবার ঘরসহ রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আসবাপত্র, খাট, ষ্টিলের বাস্ক্র, ফ্রিজ, বৈদুৎতিক মটর, পাখা, বিভিন্ন প্রকার কাপড়, লেপ-কাঁথা, ধান, চাল ও নগদ ২৫ হাজার টাকাসহ ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় গাবতলী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনার স্থানে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে।

বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ্য পরিবার এখন অন্যের বাড়িতে বসবাস করছে। পুড়ে যাওয়া বসতবাড়ি গাবতলী সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মো. ফারুক আহম্মদ পরিদর্শন করেছেন।

জানুয়ারি ১৯.২০২১ at ১৮:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আই/রারি