পৌর মেয়র বিজয়ে ঝিকরগাছায় আনন্দ মিছিল

যশোরের ঝিকরগাছায় পৌর নির্বাচনে নবনির্বাচিত মেয়রের বিজয়ে আনন্দ মিছিল করেছে পৌরবাসী। সোমবার বিকালে ঝিকরগাছা উপজেলা মোড় হতে পারবাজার পর্যন্ত এ মিছিলে সহস্রাধিক মানুষ অংশ নেয়। ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রের ফলাফল হাইকোর্ট স্থগিত করার কারণে রিটার্নিং কর্মকর্তা এখনো পৌর মেয়রকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষনা করেনি। তবে আনন্দ মিছিলের আয়োজকরা বলছেন স্থগিত কেন্দ্রে পূনরায় ভোট হলেও ফলাফলে মেয়র বিজয়ী হবেন।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দীন। মিছিল পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পৌরবাসী নৌকাকে বেঁচে নিয়েছে। এজন্য পৌরবাসীকে অসংখ্য ধন্যবাদ। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং ঝিকরগাছা পৌরসভাকে প্রথম শ্রেণিতে রূপান্তরের ঘোষণা দেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নৌকা মার্কার বিজয়ী প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামাল, আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শামসুর রহমান প্রমূখ।

আরো পড়ুন :
পাবনা সদরে বোরো হাইব্রিড জাতের সমলয় চাষাবাদ ধানের চারা রোপনের উদ্বোধন
পাবনায় সুচিত্রা সেনের অষ্টম প্রয়াণ দিবস পালন

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক নাসিমুল হাবীব শিপার, জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগ সদস্য সাজ্জাদুল আলম, কামাল হোসেন, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, পৌর যুবলীগের আহবাহয়ক একরামুল হক খোকন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিন্টু, আলিমুল ইসলাম মৃধা, যুবলীগ নেতা ইমামুল হাবীব জগলু, শাওন রেজা খোকা, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম লাবু, শামসুজ্জোহা লোটাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি এহসানুল হাবীব শিপলু, সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি আশরাফুল আলম বাপ্পী, তৌফিক আলম কৌশিক, তাঁতী লীগ সভাপতি আলমগীর হোসেন, মৎসজীবী লীগ আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমূখ। এছাড়া আনন্দ মিছিলে নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর অংশ গ্রহণ করেন।

প্রসংগত, দীর্ঘ ২১ বছর পর ১৬ জানুয়ারি শান্তিপূর্ণভাবে যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল পেয়েছেন ৭ হাজার ৩শ ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কম্পিউটার প্রতিকে স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান সামাদ নিপুণ পেয়েছেন ৬হাজার ১শ ২৬ ভোট। একটি কেন্দ্রের ফলাফলের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে আনুষ্ঠানিকভাবে এখনো মেয়র পদে কাওকে বিজয়ী ঘোষনা করা হয়নি৷ তবে সংশ্লিষ্টরা বলছে এতে সামগ্রিক ফলাফলে কোন পরিবর্তন আসবেনা।

জানুয়ারি ১৭.২০২১ at ১৯:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআ/রারি