কাহালুতে করোনা টিকার প্রথম ১ম ডোজ নিয়েছেন ৫৭% মানুষ

বগুড়া কাহালু উপজেলায় এপর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন শতকরা ৫৭ ভাগ মানুষ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ ভাগ মানুষ। সংশ্লিষ্ট সূত্রমতে এখানে মোট জনসংখ্যা ২ লাখ ৩৭ হাজার ২২১ জন।

করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর পর থেকে রবিবার পযর্ন্ত এখানে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ২৪৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮২ হাজার ৯৮ জন।

আরো পড়ুন :
শাবিপ্রবিতে পুলিশ-শিক্ষার্থীর তুমুল সংঘর্ষ
সিলেটে কিশোরকে ছুরিকাঘাত!! অবস্থা আশষ্কাজনক

এদের মধ্যে সম্প্রতি ১২ থেকে ১৮ বছরের নীচে বয়সী শিক্ষার্থীদের মধ্যে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৬ হাজার ৫৬৩ শিক্ষার্থী। সূত্রমতে করোনা টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে করোনা টিকা বোস্টার ডোজ প্রদান শুরু হলেও এখানে এখনও শুরু হয়নি। কবে নাগাদ বোস্টার ডোজ শুরু হবে তা বলা যাচ্ছে না।

জানুয়ারি ১৬.২০২১ at ১৮:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শা/রারি