গাবতলীতে সরকারী রাস্তা দখল করে বাড়ী-ঘর নির্মান

বগুড়ার গাবতলীতে সরকারী রাস্তা দখল করে বাড়ী ঘর নির্মানের প্রতিকার চেয়ে সহকারী কমিশনার ভুমি বরাবর আবেদন ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালায় হাটা হাটখোলা ব্রিজের পূর্ব পাশ হতে নব-নির্বাচিত চেয়ারম্যার ইউনূস আলী ফকিরের বাড়ী প্রর্যন্ত সরকারী ম্যাপের রাস্তা। উক্ত সরকারী রাস্তা মাঝ খানে দখল করে প্রতিপক্ষরা বাড়ী ঘর নির্মান করে জবর দখলের চেস্টা করছে।

আরো পড়ুন :
দিন মুজরীর কাজ করে এসএসসি পাশ, অর্থাভাবে উচ্চ শিক্ষা গ্রহণ বন্ধ হওয়ার উপক্রম
নড়াইলে ওমিক্রম প্রতিরোধের জন্য কোভিড-১৯ সংক্রমন জেলা কমিটির সভা অনুষ্ঠিত

এই সরকারী রাস্তার উপর বাড়ী-ঘড় নির্মান করলে লোকজনের চলাচল কষ্টসাধ্য হবে। এ ঘটনায় ১২ জানুয়ারী কাল্য়াহাটা পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে শাহিন ও শামিমকে অভিযুক্ত করে একই গ্রামের আজিজুল হক প্রামানিক সহকারী কমিশনার ভুমি বরাবর আবেদন ও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানুয়ারি ১২.২০২১ at ১৬:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/রারি