নব নির্বাচিত ইউপি সদস্যের নর্তকী নিয়ে অশ্লীল নৃত্য, জনমনে ক্ষোভ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নে নির্বাচনে জিতেই সমর্থকদের মনোরঞ্জনে অশ্লীল নৃত্য ও মাদকের আসর বসানোর অভিযোগ উঠেছে এক নব নির্বাচিত ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি) রাতে ঐ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রকিবুজ্জামান আলপিন তার নিজ বাড়িতে এই আয়োজন করেন।

স্থানীয়রা জানান, ৫ম দফায় ৫ই জানুয়ারী অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন রকিবুজ্জামান আলপিন।

নির্বাচিত হয়েই রবিবার (৯ জানুয়ারি) রাতে দোবিলা গ্রামের নিজ বাড়িতে অন্তত ৫ জন নর্তকী এনে অশ্লীল নৃত্যের আয়োজন করেন। এ সময় অনুষ্ঠানস্থলেই মাদক গ্রহণ করে নর্তকীদের সাথে অশ্লীলতায় মেতে ওঠেন মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলামসহ অন্যান্য সমর্থকেরা। সারা রাত উচ্চ শব্দের গানের সাথে সাথে চলে অশ্লীল নৃত্য ও মাদক সেবন।

আরো পড়ুন :
শিবগঞ্জে শীতবস্ত্র দিলো বিএনপি
চৌগাছায় স্কুল ছাত্রী নিখোঁজ

এ বিষয়ে কথা বলার জন্য বারবার ফোন করা হলেও রিসিভ করেননি নব নির্বাচিত ইউপি সদস্য রাকিবুজ্জামান আলপিন।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন, এলাকাবাসিরা এ বিষয়টি আমাকে অবগত করেছে। এধরনের আশ্লীল আয়োজন করা একজন ইউপি সদস্যের শোভা পায় না। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, এঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জানুয়ারি ১০.২০২১ at ১৫:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আরা/রারি