শিবগঞ্জের পিতাহারা তুবা ডাক্তার হতে চায়

বগুড়ার শিবগঞ্জে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় আফিয়া ফারাজা জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে উপজেলার দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে।

আফিয়া ফারজানা তুবা উপজেলার দোপাড়া গ্রামের মৃত আবু হেনা মোস্তফা কামালের ৩য় কন্যা। বাবার মৃত্যুর পর তার মা জান্নাতি বেগম অতিকষ্ট করে তাকে লেখাপড়া করান। মেধাবী তুবা ২০১৫ সালে পিইসিতে জিপিএ ৫ ও ২০১৮ সালে জেএসসি’তে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

আরো পড়ুন :
কাহালুতে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে নজরুল ইসলাম পরিচালক নির্বাচিত
ভোলায় যাত্রীবাহি ডাইরেক্ট বাস নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে আহত ৩০

সে জুনিয়র বৃত্তিও লাভ করেছে। তুবা জানায়, সে অভাবের সংসারে বড় হয়েছে। তার সাফল্যের পিছনে রয়েছে তার মাতার অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষকদের সহযোগিতা। ভবিষ্যতে সে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চায়।

জানুয়ারি ০৮.২০২১ at ২১:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সামি/রারি