গাবতলীতে ঋণ খেলাপির কারণে ৩ চেয়ারম্যানসহ ৫ মেম্বার প্রার্থীর মনোনয়ন বাতিল

বগুড়ার গাবতলী উপজেলায় ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য ৩টি ইউনিয়নের মনোনয়ন পত্র দাখিলকারীদের যাচাই বাছাই ৬ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।

ঋণ খেলাপীর কারণে নেপালতলী ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম (বাবু), মেম্বার প্রার্থী আমিরুল ইসলাম, অপ্রাপ্ত বয়স হওয়ায় সংরক্ষিত ১ আসনের মহিলা সদস্য প্রার্থী বুলনী আকতার, ঋণ খেলাপীর কারণে সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম মন্ডল, ঋণ খেলাপীর কারণে সুখানপুকুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুয়েল সরকার, মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন, ইমরান হোসেন ও দুলাল মন্ডল’র মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আরো পড়ুন :
রাণীশংকৈলে বিদ্রোহী কবিতার শতবর্ষ পুর্তিতে অনুষ্ঠান
শীতে পায়ের গোড়ালি ফাটলে যা করবেন

৩ জানুয়ারী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন ২৭জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৪৩ জন, সাধারণ সদস্য প্রার্থী ১৪৩ জন মনোনয়ন পত্র দাখিল করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঋণ খেলাপির কারণে ৩ চেয়ারম্যান, ৪ সাধারণ সদস্য ও অপ্রাপ্ত বয়স হওয়ায় ১জন সংরক্ষিত মহিলা প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

জানুয়ারি ০৬.২০২১ at ১৯:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/রারি