অভয়নগরে মুরগীর ঘর থেকে শটগান ও গুলি উদ্ধার

যশোরের অভয়নগরে একটি শটগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের কুদ্দুস ভুইয়ার ছেলে রবিউল ইসলাম ভুইয়ার গোয়াল ঘরের পাশে মুরগীর ঘর থেকে পরিত্যাক্ত অবস্থায় শটগান ও গুলি উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ। এ ব্যাপারে রবিউল ইসলাম ভুইয়া বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী।

ঠিকমত চলাচল করতে পারিনা। বুধবার দুপুরে একটি কবুতর কিনে আমার গোয়াল ঘরের পাশে পরিত্যাক্ত মুরগীর ঘরে রাখতে গেলে একটি ব্যাগ দেখতে পাই। পরে ব্যাগ খুলে দেখি একটি বন্দুক জাতীয় অস্ত্র ও গুলি রয়েছে। বিষয়টি পুলিশকে জানালে তারা উদ্ধার করে নিয়ে যায়। অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, রবিউল ইসলাম ভুইয়া একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি।

আরো পড়ুন :
নওগাঁয় ঘন কুয়াশা ও তীব্র শীতকে উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট
খিলক্ষেতে গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেফতার ১

তাঁর বাড়ির মধ্যে থাকা একটি মুরগীর ঘর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি অত্যাধুনিক শটগান ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। কে বা কারা অস্ত্র ও গুলি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।

জানুয়ারি ০৫.২০২১ at ১৮:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সআ/রারি