বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হলো পঞ্চম ধাপের ইউপি নির্বাচন

সারাদেশে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে পঞ্চম ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (০৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার পর এখন গণনা চলছে।

বগুড়ার গাবতলী ও গাইবান্ধার সাঘাটায় নির্বাচনী সহিংসতায় ২ জন নিহতের খবর পাওয়া গেছে। নির্বাচন চলাকালীন এ ঘটনা ঘটে। গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আবু তাহের নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আরো পড়ুন:
নতুন ডিসি নিয়োগ হবে ১৩ জেলায়
গোমস্তাপুরে প্রবীন আওয়ামী লীগ নেতার দাফন সম্পন্ন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে জাকির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ভোট চলাকালীন ব্যক্তিগত ফেসবুক পেইজে লাইভ করেছিলেন তিনি।

জানুয়ারী ০৫.২০২২ at ১৭:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ