বেড়া উপজেলার সাতটি ইউপি নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার বেড়া উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথায় কোন অপ্রীতিকর অবস্থার সৃস্টি হয়নি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকায় ভোটাররা শান্তিপূর্ণভাবে ভাবে ভোট প্রদান করতে সক্ষম হয়েছেন।

নির্বিগ্নে ভোটপ্রদান করতে পেরে ভোটাররা তাদের স্বস্তি প্রকাশ করেছেন। সকাল থেকে প্রতিটি কেন্দ্রের ভেতর ও বাইরে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোট গ্রহন শুরুর একঘন্টা পুর্বেই প্রচন্ড শীত উপেক্ষা করে নারী পুরুষ ভোটার ভোট দিতে দাঁড়িয়ে যায়।

আরো পড়ুন :
খিলক্ষেতে গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেফতার ১
জাল ভোট দিতে গিয়ে ৬ মাসের জেল

নির্বাচন নিয়ে প্রার্থী ও কর্মীসমর্থকেরা যে সহিংসতার আশঙ্কা করে ছিলেন পাঁচ স্তরের নিরাপত্তা বলয়ে সে আশংকা উড়িয়ে দিয়ে শেষমেশ একটি রক্তপাতহীন নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকল গুজব ব্যর্থ হয়েছে বলে জেলা পুলিশ সুপার মহিবুল আলম খান দাবি করেছেন।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, নির্বাচন বিতর্ক মুক্ত করে সকল অপচেস্টা ব্যর্থ করে একটি গ্রহনযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন সক্ষম হয়েছেন। এ কারণে তিনি ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

জানুয়ারি ০৫.২০২১ at ১৭:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হার/রারি