তীব্র কনকনে শীতে কাঁপছে পদ্মাপাড়ের রাজশাহী, বিপাকে খেটে খাওয়া মানুষ

তীব্র কনকনে শীতে কাঁপছে পদ্মাপাড়ের রাজশাহী। বুধবার সকালে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রী সেলসিয়াস।

সকাল ৬টা থেকে ৯টার মধ্যে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ছিন্নমুল জনগষ্ঠীর হতদরিদ্র জনগণ।

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রী সেলসিয়াস। এর আগে গত ২০ ডিসেম্বর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের ঘরে থাকলেও কুয়াশা ও হিমেল বাতাস বইতে থাকায় শীত বেশি অনুভূব হচ্ছে। সকালে সূর্য দেখা যায়নি।

আরো পড়ুন :
জাল ভোট দিতে গিয়ে ৬ মাসের জেল
খিলক্ষেতে গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেফতার ১

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ। ঘন কুয়াশায় সূর্য দেখা যাচ্ছে না। অন্তত ৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। তাই শীত বেশি অনুভূত হচ্ছে। কুয়াশা কেটে গেলে তাপমাত্রা আরও নিচে নামবে বলেও জানান তিনি।

জানুয়ারি ০৫.২০২১ at ১৭:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি