গাবতলীতে ৯টি ইউনিয়নের ভোট গ্রহন

সকল প্রস্তুুতি সম্পন্নের মধ্য দিয়ে বগুড়ার গাবতলীতে বুধবার (৪ জানুয়ারি) ৯টি ইউনিয়নের নির্বাচন। সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৯টি ইউনিয়নের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম জানান প্রতি কেন্দ্রে ৪ জন পুলিশ, ১৭জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সাথে রয়েছে র‌্যাব।

আরো পড়ুন :
কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস
সিরাজগঞ্জে বিদ্যুতের মিটার চুরি, চোর দিয়ে যাচ্ছে বিকাশ নাম্বার

এদিকে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ জন ও ৩জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে রিটার্নিং অফিসার ও গাবতলী নির্বাহী অফিসার জানান। এবার ৯টি ইউনিয়নের মোট ১ লক্ষ ৮১ হাজার ৭২১ জন ভোটার রয়েছে।

এদের মধ্যে ৯১ হাজার ২৪৫ জন পুরুষ ও ৯০ হাজার ৪৭৬ জন মহিলা ভোটার রয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন জানিয়েছেন।

জানুয়ারি ০৪.২০২১ at ১৮:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/রারি