শত্রুতার জের ধরে রসুন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

রসুুন ক্ষেতের সঙ্গে এ কেমন শত্রুতা। শত্রুতা জের ধরে নাটোরের লালপুরে সাইফুল ইসলাম নামের এক কৃষকের ৫ কাঠা জমির রসুন গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল ইসলাম ছোট ময়না গ্রামের ফজলুর রহমানের ছেলে। শুক্রবার (৩১ডিসেম্বর) রাতে উপজেলার ওয়ালিয়া ইউপির ছোট ময়না মাঠে এই ঘটনা ঘটে।

আরো পড়ুন:
ক্ষেতলালে উৎসব ছাড়াই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
এক বাড়িসহ তিন মন্দিরে গরুর মাংস, হিন্দু সম্প্রদায়ের ক্ষোভ

ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল ইসলাম জানান, ‘ছোট ময়না মাঠে তিনি ১০ কাঠা জমিতে রসুন লাগিয়েছিলো। কয়েক দিন আগেও তিনি জমিতে ভালো রসুন দেখে এসেছে। শুক্রবার বিকেলে তিনি জমিতে গিয়ে দেখে রাতের আধারে শত্রুতা করে কে বা কারা তার ৫ কাঠা জমির রসুন গাছ কেটে ফেলে রেখেগেছে। এতে তার প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষক সাইফুল ইসলাম।’

জানুয়ারী ০১.২০২২ at ১৯:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আর/জআ