নওগাঁয় ১৪৪ ধারা সফল করতে তৎপর পুলিশ

নওগাঁয় বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার (২৭ ডিসেম্বর) প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ-বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়। ১৪৪ ধারা সফল করতে পুলিশ তৎপর।  মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে। নিরাপত্তার চাদের ঢেকে রেখেছে পুরো শহর।

জানা গেছে, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর স্থানীয় নওযোয়ান মাঠে সমাবেশ আহ্বান করে নওগাঁ জেলা বিএনপি। প্রশাসনের কাছে যা লিখিতভাবে জানানো হয়। কিন্তু ইতোমধ্যে একই মাঠে জেলা যুবলীগও একটি কর্মসূচি ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ২৯ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আরো পড়ুন :
খালেদা জিয়া ও দিপু ভূঁইয়ার মায়ের রোগমুক্তির জন্য রূপগঞ্জে ছাত্রদলের দোয়া মাহফিল
কাজী নাবিল আহমেদের উন্নয়ন দেখে নৌকায় ভোট দেয়ার আহবান মিন্টুর

জেলা অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, নওগাঁ পৌরসভা এলাকার পরিবেশ স্বাভাবিক আছে। তারপরও শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করতে বাড়তি পুলিশ মোতায়েন করা আছে। কোনো বড় ধরনের আশঙ্কা নেই।

ডিসেম্বর ২৮.২০২১ at ১৬:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সোরা/রারি