কাজী নাবিল আহমেদের উন্নয়ন দেখে নৌকায় ভোট দেয়ার আহবান মিন্টুর

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে নৌকা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দৌলতদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু।

জনসভায় কাশিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপ প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, নৌকার প্রার্থী শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য হাজেরা পারভীন, সদর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সোবহান, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, শামসুর রহমান, সরুজ হোসেন, বাবলুর রহমান ও সোহরাব হোসেন।

জনসভায় প্রধান অতিথি মেহেদী হাসান মিন্টু বলেন, কাশিমপুর ইউনিয়নের সব রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সর্বক্ষেত্রে কাজী নাবিল আহমেদের উন্নয়নের ছোঁয়া রয়েছে। কাশিমপুরে তিনি অভূতপূর্ব উন্নয়ন করেছেন তিনি। কাজী নাবিল আহমেদের উন্নয়ন দেখে আপনারা নৌকায় ভোট দেবেন। শরিফুল ইসলাম একজন সৎ, যোগ্য, ভদ্র ও বিনয়ী ব্যক্তি।

আরো পড়ুন :
অভয়নগরের প্রেমবাগ ইউনিয়ন আ’লীগের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান
খালেদা জিয়া ও দিপু ভূঁইয়ার মায়ের রোগমুক্তির জন্য রূপগঞ্জে ছাত্রদলের দোয়া মাহফিল

তিনি নির্বাচিত হলে কাশিমপুর ইউনিয়ন সন্ত্রাসমুক্ত হবে। কোনভাবেই মাদক প্রবেশ করতে পারবে না। সেইজন্য শেখ হাসিনা শরিফুলকে নৌকার মাঝি বানিয়েছেন। নৌকায় ভোট দিয়ে সবাইকে শেখ হাসিনার সম্মান রক্ষা করবেন।

এই জনসভা থেকে সাধারণ মানুষ একাট্টা হয়ে নৌকায় ভোট দেয়ার জন্য প্রস্তুতি নেন। এছাড়া চুড়ামনকাটি ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি।

চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক আবুল সেলিম রানা, জেলা শ্রমিক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সভাপতি জবেদ আলী, নৌকার প্রার্থী দাউদ হোসেন, যশোর পৌরসভার কাউন্সিলর মোকছিমুল বারী অপু, সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব, সহ-সভাপতি রুহুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম।

ডিসেম্বর ২৭.২০২১ at ০৭:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/রারি