শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী

১৪ ডিসেম্বর ”শহীদ বুদ্ধিজীবী দিবস”। মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্নজয়ন্তীতে  অর্থবহ এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে যশোর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন।

এদিন সকাল ৮ টায় চাঁচড়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ। বিকাল ৪টা ৩০ মিনিটে টাউন হল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে মূল আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

আরো পড়ুন:
আলিহাট ইউনিয়ন পরিষদের নির্বাচিতদের বরন অনুষ্ঠান ও আলোচনা সভা
শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন – যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ এমপি, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মিলন।

ডিসেম্বর ১৩.২০২১ at ২১:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মক/মক