ইউপি নির্বাচন: প্রভাবশালী নেতাদের টপকে যশোর সদরে নৌকার মাঝি ৯ নতুন মুখ

৫ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের মধ্যে ৯ নতুন মুখ হয়েছেন নৌকার মাঝি। তারা জেলা উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা প্রভাবশালী নেতা ও বর্তমান চেয়ারম্যানদের টপকে নৌকা প্রতীক পেয়েছেন।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড তাদের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন চূড়ান্ত করে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নৌকার মনোনয়ন পেয়েছেন যশোর সদর উপজেলার ৯ নতুন মুখ হচ্ছে হৈবতপুর ইউনিয়নে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক, ইছালী ইউনিয়নে ফেরদৌসী ইয়াসমিন, নওয়াপাড়া ইউনিয়নে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাজিয়া সুলতানা, কাশিমপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি দাউদ হোসেন দফাদার, দেয়াড়া ইউনিয়নে প্রফেসর লিয়াকত আলী, আরবপুরে জেলা আওয়ামী লীগের সদস্য মীর আরশাদ আলী রহমান, চাঁচড়া ইউনিয়নে জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, ফতেপুর ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন।

বর্তমান চেয়ারম্যানদের মধ্যে নৌকা প্রতীক পেয়েছেন লেবুতলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান মিলন, উপশহর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, রামনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাজনীন নাহার, কচুয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান ধাবক, নরেন্দ্রপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও বসুন্দিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।

পঞ্চম দফার এই নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ তারিখ ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর। ভোট ৫ জানুয়ারি।