বগুড়ার কাহালু থিয়েটারের পরিবেশনায় নাটক ফিরে দেখা পঞ্চদশক মঞ্চায়ন

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা শহর চার মাথা রেলগেট হাজীর মিল আপুইল। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সারাদেশের ৩৫০টি নাট্যদলের পরিবেশনায়। আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ব্যবস্হাপনা বগুড়া জেলা শিল্পকলা একাডেমি, রচনায়- মো. শাহজাহান আলী বাদশা, নিদের্শনায়- মো. আব্দুল হান্নান। প্রযোজনা ও পরিবেশনায় – কাহালু থিয়েটার, “নাটক- ফিরে দেখা পঞ্চদশক” মঞ্চায়ন হয়, উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধ জনাব আলহাজ্ব মো. জহুরুল ইসলাম।

আরো পড়ুন :
নড়াইলের ভবানীপুর গ্রামে হত্যা মামলায় একজনের ফাঁসি, ৩জনের যাবজ্জীবন
মাদারীপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ১৫

প্রধান অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির অফিসার জনাব মো. শাহাদাৎ হোসেন , বিশেষ অতিথি বগুড়া পৌর সভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর এম আর ইসলাম রফিক, বাংলাদেশ গ্রামথিয়েটার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আ হান্নান, বগুড়া জেলা সম্বলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী অনুষ্ঠান সঞ্চালনায় মুনসুর রহমান তানসেন কাহালু প্রেসক্লাবে সভাপতি ও কাহালু থিয়েটার সহ- সাধারণ সম্পাদক।

ডিসেম্বর ০১.২০২১ at ১৯:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শা/রারি