রাণীশংকৈলে ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ে সেমিনার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার (২২ নভেম্বর) ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন থানার এস আই মমিনুল ইসলাম। এ ছাড়াও এতে রাজনৈতিক – সামাজিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদী।

আরো পড়ুন :
নিখোঁজের চারদিন পর খোঁজ মিলল ঢাবি শিক্ষার্থী হিমেলের
সিরাজগঞ্জে চাষ হচ্ছে কুচিয়া মাছ

এ ছাড়াও এতে বক্তব্য দেন – শিক্ষক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও জমিরুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে ইউনিয়ন ও হাট-বাজার পর্যায়ে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করার পরামর্শ দেন।

নভেম্বর ২২.২০২১ at ১৮:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হক/রারি