পাবনার বেড়ায় বিদ্রোহী মেয়র প্রার্থী বাতেন ও মাসুদকে বহিষ্কার

পাবনার বেড়ায় পৌরসভা নিবার্চনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন ও জেলা আওয়ামীলীগের সদস্য এইএচএম ফজলুর রহমান মাসুদকে আওয়ামীলীগের সদস্য পদ থেকে বহিস্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামীলীগের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন :
প্রাথমিকের চাকরিতে ৬০ শতাংশ নারী নেওয়ার চিন্তা করা হচ্ছে : পরিকল্পনা মন্ত্রী
পেকুয়ায় পাচার কালে কাঁকড়ার বস্তায় মিললো ৪ হাজার ৫ শ পিস ইয়াবা, আটক ২

দুপুরে পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিতে এবং সাধারণ স¤পাদক গোলাম ফারুক প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, আব্দুল হামিদ মাষ্টার, উপদেষ্টাবৃন্দ এবং নিবার্হী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক গোলাম ফারুক প্রিন্সের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

নভেম্বর ২১.২০২১ at ১৬:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হআর/রারি