সিরাজগঞ্জে শ্বশুরকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে শ্বশুড়কে হত্যার দায়ে জামাই আবু বক্কার (৩৪) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামীর উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আবু বক্কার কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজ করনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা বিবরণে জানা যায়, উপজেলার কুনকুনিয়া গ্রামের মৃত আজহার মন্ডলের ছেলে সোলায়ান হোসেনের (৫৫) মেয়ে ববিতা খাতুনের স্বামী আসামী আবু বক্কার। ২০১২ সালের ২০ মার্চ সন্ধ্যায় মরিচের ক্ষেত কেনার কথা বলে শ্বশুরকে নিয়ে একটি ক্ষেতে যান আবু বক্কার। সেখানে শ্বশুর সোলায়মানকে একা পেয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান আবু বক্কার। ওইদিন রাতেই মরিচ টালের পাশে ভুট্টা ক্ষেত থেকে সোলায়মানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন :
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পাবনায় স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

এ ঘটনায় নিহতের ভাই সাহার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আবু বক্কারকে একমাত্র আসামী করে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার বিচারক আসামীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।

নভেম্বর ১৬.২০২১ at ১৫:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/অরা/রারি