কাজিপুরে অনুষ্ঠিত হলো ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

সিরাজগঞ্জের কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক জনসচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)ও ক্যাব উপজেলা ইউনিটের সভাপতি মো. রেজাউল করিম।

আরো পড়ুন :
নরসিংদী ও কক্সবাজারে নির্বাচনী সংঘর্ষে নিহত ৪
গোপালগঞ্জের সাতপাড় পশ্চিমপাড়ায় ৩দিন ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান

আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান, ক্যাব কাজিপুর উপজেলা ইউনিটের উপদেষ্টা পরিমল কুমার তরফদার,সহসভাপতি নুরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাংবাদিক, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল তালুকদার, অর্থ সম্পাদক প্রভাষক একরামুল হক, ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু, আবদুল মান্নান চান, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সরকার, ক্যাব সদস্য মোস্তফা কামাল, প্রমুখ।

এছাড়াও সেমিনারে সরকারি কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ক্যাবের অন্যান্য সদস্য বৃন্দ, সাংস্কৃতিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা জনসাধারণকে ভোক্তা অধিকার আইনের ব্যাপারে সচেতনতা অবলম্বনের আহ্বান জানান ও ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করার পরামর্শ দেন।

নভেম্বর ১১.২০২১ at ১৭:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসোচা/রারি