নির্বাচিত হলে বেতন ভাতা মাদ্রাসা ও মসজিদে দান করবো

“আমি নির্বাচিত হলে আমার বেতন ভাতা মাদ্রাসা ও মসজিদে দান করবো, আমার ওয়ার্ডের জনগণের জন্য নিজেকে সবসময় নিবেদিত রেখে কাজ করবো ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি জনগণ আমার ঘুড়ি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে”

বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডের চককুতুবে নির্বাচনি প্রচারণায় ঘুড়ি মার্কার মেম্বার পদপ্রার্থী আব্দুল মান্নান মোল্লা উপরোক্ত কথাগুলো বলেন।

আরো পড়ুন :
যশোর এম এম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন হাসান সরোওয়ার্দী
ভোলায় ৭ ইউনিয়নে ৩শত’ ৯ প্রার্থীর মনোনায়ন পত্র দাখিল

এসময় উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন সমাজ সেবক নান্ন মিয়া, জাহিদুল ইসলাম, সুলতান মিয়া, আলম উদ্দীন, সোলায়মান আলী, ইয়ামিন, বজলু, সেহাগ মিয়া, মোশাররফ, মিজানুর প্রমূখ।

ঐ ওয়ার্ডের ভোটার রাফিউল বলেন, মান্নান ভাই এলাকার মানুষের কাছে বিপদের বন্ধু হয়ে কাজ করে। তিনি ইতোপূর্বে ঐ ওয়ার্ডের একবার মেম্বার নির্বাচিত হয়েছিলেন।

নভেম্বর ০৩.২০২১ at ১৬:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রইর/রারি