সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক- ব্রিটিশ হাই কমিশনার

যুক্তরাজ্য সরকার চায় বাংলাদশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক। আমরা চাই বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক।

রোববার ঢাকার সাভারের বেক্সিমকো পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এ কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এসময় আরও বলেন, সম্প্রতি সারা দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করায় তারা খুশি।

আরো পড়ুন :
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক, মহাসচিব দ্বীপ
যুবলীগ চেয়ারম্যান পরশের নামে অর্থ আদায়ে দুজন কারাগারে

তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। তাদের সুযোগ-সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে।

ব্রিটিশ হাইকমিশনারর সাথে এসময় অন্যান্যদর মধ্য উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনারের স্ত্রী তেরেসা এ্যালবর, বেক্সিমকো ইন্ড্রাষ্ট্রিয়াল পার্কের সিইও নাভেদ হাসানসহ আরো অনেকে।

অক্টোবর ২৪.২০২১ at ১৭:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সাহো/রারি