সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

দেশের বিভিন্ন বিভিন্ন স্থানে শারদীয় দুর্গা পুজার মন্ডপে সাম্প্রদায়িক হামলা, বাড়িঘরে আগুন ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার সকালে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের আয়োজনে ঝিকরগাছা বাজারে নানা কর্মসুচিতে প্রতিবাদ জানানো হয়। ঝিকরগাছা পূজা উদযাপন পরিষদ, জাতীয় হিন্দু যুব মহাজোট, কপোতাক্ষ পূজা পরিষদ গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

আরো পড়ুন:চিলমারীতে স্বামীর বাড়িতে স্থান মিলছে না গর্ভবতী স্ত্রী’র

এসময় বক্তব্য রাখেন ঝিকরগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক তরিৎ কুমার দাস, আওয়ামী লীগ নেতা আমানুল কাদীর টুল্লু, ঝিকরগাছা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, ঝিকরগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত সেন, সাধারণ সম্পাদক ণারায়ন অধিকারী, পারবাজার শিব মন্দিরের সভাপতি গৌর ঘোষ, সাধারণ সম্পাদক সুরেশ সাহা, ঝিকরগাছা হিন্দু যুব মহাজোটের আহবায়ক প্রতাপ রায়, সদস্য সচিব দিপংকর সাহা, যুগ্ম আহবায়ক পাপন কুমার সরকার, মিস্ত্রি পাড়া পূজা মন্দিরের সভাপতি অমর মিত্র প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে শতশত সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেয়।

অক্টোবর  ২৩.২০২১ at ২০:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/জআ