ঝিকরগাছায় এক চেয়ারম্যান ও ৫ ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল

ইউনিয়ন নির্বাচন
ছবি: প্রতীকী

আগামী ১১ নভেম্বর দ্বিতীয়ধাপে যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিলো বৃহস্পতিবার। যাচাই-বাছাই শেষে একজন চেয়ারম্যান পদপ্রার্থী ও ৫ জন সাধারন সদস্যেও মনোনয়ন বাতিল হয়েছে।

বাতিলকৃতরা হলেন, ঋন খেলাপির দায়ে ঝিকরগাছাসদর ইউনিয়ন পরিষদের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী লেয়াকত হোসেন ও হাজিরবাগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী দিনবন্ধু দাস, সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী সিদ্দিক হোসেন, খাদ্য ডিলার হওয়ায় শংকরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আনিছুর রহমান ও একই ব্যক্তি দূ’জনের প্রস্তাবক ও সমর্থক হওয়ার কারনে বাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইমদাদুল হক ও ইউনুস আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আরো পড়ুন:
জয়পুরহাটে পুলিশ সুপারের দায়িত্বে অষ্টম শ্রেণির ছাত্রী মাহিরা
মতলব উত্তরে বিনামূল্যে চক্ষু সেবা ও বিভিন্ন সামগ্রী বিতরণ

যাচাই-বাছাই শেষে ইউপি চেয়ারম্যানপদে ৫৯ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১১৮ জন ও সাধারন সদস্যপদে ৪৫৬ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিলের সুযোগ পাবেন বলে উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাস জানিয়েছেন।

অক্টোবর  ২১.২০২১ at ১৯:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/জআ