কাহালুতে সরকারী ১৩ লাখ টাকা ভূতুর্কি দিয়ে কম্বাইন্ড হারভেস্টার প্রদান

বগুড়া কাহালু উপজেলা কৃষি অফিস থেকে সরকারি ১৩ লক্ষ টাকা ভূতুর্কি দিয়ে বৃহস্পতিবার (২১ অক্টোবর) কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করে।

কৃষি অফিস সূত্র জানায়, ২০২১-২২ অর্থ বছরে” সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ ” প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০% ভূতুর্কি, এই মেশিনের মূল্য ২৫ লাখ ৫০ হাজার টাকা। উপজেলার মুরইল ইউনিয়ন বাখরা বেলঘরিয়ার কৃষক তৌফিক হাসানকে সরকারি ভূতুর্কি ১৩ লাখ টাকা দিয়ে তার কাছ থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে কৃষি কাজের জন্য এই মেশিন প্রদান করা হয়।

আরো পড়ুন:
ডাক্তারদের ভুল চিকিৎসার শিকার দিন মজুরের স্ত্রীর
দক্ষিনাঞ্চলের স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন হচ্ছে রবিবার

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মাছুদুর রহমান, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আল-হাসিবুল হাসান সুরুজ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ লালু ও মোছা. রওশন আরা, আরও উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার মো. মইনুল হক সরকার, কৃষি সম্প্রাসারণ অফিসার শ্রী ধীমান ভুষন ও রাকিব হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ মো. মাসুদ রানা, উপ-সহকারী কৃষি অফিসার শ্রী তপন কুমার রায়।

অক্টোবর  ২১.২০২১ at ১৭:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মশ/জআ