গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তোহুর আলীর (৭২) জানাজার নামাজ ভোফাজ্জল এর আমবাগানে অনুষ্ঠিত হয়। পরে ভুত বাজার কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার বিকেল ৩ টায় গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

জানাজায় উপস্থিত ছিলেন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহার আলী মন্ডলসহ স্থানীয় ব্যক্তিবর্গ ৷

আরো পড়ুন :
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ঝালকাঠিতে ভাসমান ডিপোর বার্জটি জনস্বার্থে অন্যত্র স্থানান্তরের দাবী

বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তোহুর আলী  সোমবার রাত সাড়ে আট টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাঙ্গাবাড়ী শিবরাম পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে অবসরে ছিলেন। মৃত্যুকালে তিনি তিন সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অক্টোবর ১৯.২০২১ at ১৮:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কাই/রারি